আপনি কি আসল ওবামা!

আপনি কি আসল ওবামা!

obama_iবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট যদি হঠাৎ আপনার সামনে এসে হাত বাড়িয়ে দিলে বলে হ্যালো, কেমন আছেন। সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিকে দেখে আপনি নিশ্চয় ভাববেন এও কি সম্ভব। হয়তো মনে মনে ভাববেন তিনি কি আসল ওবামা। তাকে প্রশ্নও করে বসতে পারেন যে, আপনি সত্যিই মার্কিন প্রেসিডেন্ট ওবামা?

হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। প্রথা বহির্ভূতভাবে হোয়াইট হাউস থেকে পায়ে হেঁটে স্বরাষ্ট্র দপ্তরে যাচ্ছিলেন বারাক ওবামা।

এখানেই শেষ নয়, একহাতে কোট কাঁধে ধরে রাখা মার্কিন প্রেসিডেন্ট হেঁটে যাওয়ার সময় পাশে পাওয়া সবার দিকে স্বেচ্ছায় গিয়ে বাড়িয়ে দিয়েছেন হ্যান্ডশেকের হাত। এতে বাদ যায়নি নারী-পুরুষ থেকে শুরু করে ছোট্ট শিশুটিও।

দাঁড়িয়ে থাকা, বসে থাকা সবার পাশাপাশি পাশের দোকানে গিয়ে সেলস গার্লের সঙ্গেও মিলিয়েছেন হাত। এ সময় পাশে থাকা কর্মকর্তাদের কথা বলতে বলতে এগিয়ে যাওয়া ওবামা আশপাশের সবার সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলেছেন। জিজ্ঞেস করেছেন হালাবস্থা।

পর্যটকসহ অনেকের সঙ্গে ফটো তোলার আবদারও মিটিয়েছেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট। এ সময় দুই শিশু ও তাদের মায়ের সঙ্গে কথা বলতে থাকলে আরেক লোক এসে হ্যান্ডশেক করে তাকে চকলেটের মতো কিছু একটা দেন। ওবামা তা গ্রহণ করে দিয়ে দেন ওই দুই শিশুকে।

এক নারীর সঙ্গে ওবামা কথা বলতে গেলে কখনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারবেন এমন প্রত্যাশা না থাকা ওই নারী তো মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করে বসেন, আপনি কি আসল ওবামা? জবাবে তিনি বলেন হ্যাঁ, তিনিই মার্কিন প্রেসিডেন্ট।

এরপর আরেক নারী বলেন আপনার সঙ্গে কি একটি ফটো তুলতে পারি? তিনি রাজি হয়ে ওই নারী ও আরো কয়েকজনের সঙ্গে ফটো তোলেন। ফটো তুলতে গেলে ওই নারী ওবামাকে বলেন, কেউ তো মনে করবে আপনি মোমের ওবামা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট হেসে বলেন, করলে করুক।

আন্তর্জাতিক