বগুড়ায় আহত আ’লীগ নেতা নিহত

বগুড়ায় আহত আ’লীগ নেতা নিহত

bogra map0বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান (৫০) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা গেছেন। নিহত সোবহান গাবতলীর নেপালতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

উল্লেখ্য, আব্দুস সোবহানকে গত বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গাবতলী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক খান জানান, সোবহান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

জেলা সংবাদ