সম্পর্ক ভাঙ্গার পর নতুন প্রেমে পড়েছেন শখ

সম্পর্ক ভাঙ্গার পর নতুন প্রেমে পড়েছেন শখ

shokh05শখ নতুন করে প্রেমে পড়েছেন। নিলয়ের সঙ্গে সম্পর্ক ভাঙ্গার পর এবার এক জুয়েলারি ব্যবসায়ীর পুত্রের প্রেমে পড়েছেন তিনি। তবে এটিও গোপনে গোপনে চালাচ্ছেন। কিন্তু অবশেষে ধরা পড়ে গেলেন। মিডিয়ায় শখ-নিলয়ের প্রেমের ঘটনা দীর্ঘ দিন আলোচিত হয়েছে। বিচ্ছেদ নিয়েও আলোচনায় ছিলেন তারা। মাঝখানে শখের বেশ কিছুদিন বিরতি। এবার আবারও নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। অনেকটা চুপিসারেই প্রেম পর্ব চালিয়ে যাচ্ছেন তারা। ছেলেটি মিডিয়ার কেউ না হওয়ায় ঝামেলাও খুব কম।

শখের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন সেই ছেলের সঙ্গে শখকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। তবে পুরো বিষয়টিকে বরাবরের মতো নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন শখ নিজেই।

একটি জুয়েলারির বিজ্ঞাপনের কাজ করার সময় জুয়েলারি ব্যবসায়ীর ছেলের সান্নিধ্যে আসেন শখ। এরপর জড়িয়ে পড়েন মনের লেনদেনে।

বিনোদন