ইংলাকসহ শতাধিক নেতা অজ্ঞাত সামরিক দপ্তরে

ইংলাকসহ শতাধিক নেতা অজ্ঞাত সামরিক দপ্তরে

sinaotraথাইল্যান্ডে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ শতাথিক রাজনৈতিক নেতাকে এক সামরিক স্থাপনায় ডেকে নিয়েছেন। ব্যাংককের একটি সামরিক স্থাপনায় তাদের নিয়ে যাওয়া হয়।

ইংলাককে সেখান থেকে অন্য একটি স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ইংলাকসহ অন্যদের কেন ডেকে নিয়ে যাওয়া হয়েছে বা তাকে আটক করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

এ ছাড়া থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারী গোষ্ঠীগুলোর কয়েকজন নেতাকে সামরিক কর্তৃপক্ষের ভাষায় নিরাপদ ভবনে আটক রাখা হয়েছে একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

অভ্যুত্থানকারী কর্মকর্তাদের নেতা নিজেই প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন। শুক্রবারই কোন এক সময় তিনি রাজা ভুমিবল আদুল্যদেজের সাথে দেখা করবেন।
প্রথমে সামরিক শাসন ও পরে সেনাপ্রধান অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর রাজনৈতিক নেতাদের ডেকে নেয়া হয় সামরিক স্থাপনায়। কিন্তু কী আলোচনার জন্য তাদেরকে ডেকে নেয়া হয়েছে ও কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়।

ফলে থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে কোন ধরনের ভবিষ্যতবানী করা যাচ্ছে না। সূত্র : বিবিসি।

আন্তর্জাতিক