সাতক্ষীরায় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী আহত

সাতক্ষীরায় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী আহত

satkhira00সাতক্ষীরায় পুলিশের গুলিতে শুকুর আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার শৈইলপুর গ্রামে। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে আহত শুকুর আলীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক চোরাচালানকারী একটি দলকে ধরতে গেলে গুলিবিনিময়ের এই ঘটনা ঘটে। সেখানে শুকুর আলী গুলিবিদ্ধ হয়। অপরদিকে শুকুর আলীর স্ত্রীর দাবি, বৃহস্পতিবার রাত ২টার দিকে তার স্বামীকে সাদা পোশাকের পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাদক চোরাচালানি একটি চক্র ভারত থেকে মাদক নিয়ে সাতক্ষীরার দিকে যাবে- কালীগঞ্জ থানার পুলিশের কাছে এমন খবর ছিল। এর ভিত্তিতে রাতে পুলিশ কালীগঞ্জ সেতুর পাশে আগে থেকে ওঁৎপেতে থাকে।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজনকে যেতে দেখে পুলিশ তাদের দাঁড়াতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় শুকুরকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুকুর আলীর ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

জেলা সংবাদ