রাজধানীর মিরপুরে হৈমন্তি সরকার (২২) নামের এক নার্সকে তার প্রেমিক গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে মিরপুর আধুনিক হাসপাতালের নার্স।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রুপনগর আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হৈমন্তির প্রেমিকের পরিচয় জানাতে পারেননি।
রুপনগর থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, বিকেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে তার বাসায় যায় হৈমন্তি। পরে কোনো এক সময় তার প্রেমিক তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহত হৈমন্তি বরিশালের আগৈলঝাড়ার রবিন্দ্র সরকারের মেয়ে।