বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মায়ের মৃত্যু

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মায়ের মৃত্যু

Faridpur-BIR-MATAবীরশ্রেষ্ঠ (ল্যান্স নায়েক) মুন্সী আব্দুর রউফের মা মকিদুন নেছা মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই বীরমাতার বয়স হয়েছিল ৯৯ বছর।
 
তার পালক ছেলে আয়উব আলী জানান, শুক্রবার সকাল ১১টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা হবে এবং জুমআর পর দ্বিতীয় জানাজা হবে আড়পাড়া ঈদগাহ ময়দানে।
 
দ্বিতীয় জানাযা শেষে আড়পাড়ার নিজ বাড়ির আঙ্গিনায় দাফন করা হবে তাকে।
 
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের মা মকিদুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বাংলাদেশ