কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত ১, আহত ৭

কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত ১, আহত ৭

coxxbazarকক্সবাজারের কলাতলীর ঝরঝরি পাড়ায় ডাকাতের গুলিতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সকাল ৭টায় জানিয়েছেন, তিনিসহ একদল পুলিশ এ ঘটনাস্থলে রয়েছেন। ডাকাতির ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত কয়েকটি বাড়িতে ডাকাতি শুরু করে। এ সময় স্থানীয়রা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ মনছুর আলম (৫০) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া গুলিতে অন্তত সাতজন আহত হয়েছেন।
 
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা সংবাদ