বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৩০ রানের জয়ের পর নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে নাইট রাইডার্সদের প্রশংসায় পঞ্চমুখ। পরপর চারটি টুইট করে দলীয় বন্দনায় মাতেন কিং খান।
তিনি লেখেন, And Kolkata my city of joy….Sunil….Sakib…Robin…& my man Morne u only keep getting taller. Ecstatic…
যার অর্থ দাঁড়ায়, আমার আনন্দের শহর কলকাতা…সুনীল…সাকিব…রবিন…এবং আমার মরনে….তোমরা ধারাবাহিকভাবে চূঁড়ায় পৌঁছে যাচ্ছো, পরমানন্দময়…
চেন্নাইয়ের বিপক্ষে জয়ের পর ‘সাকিব, তোমাকে কাঁধে তুলে ঘুরতে চাই আমি- এমনই আবেগ উচ্ছ্বসিত মন্তব্য টুইটারে পোস্ট করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।
ইউসুফ পাঠান ২২ রানে সাজঘরে ফেরার পর হাল ধরেন উথাপ্পা-সাকিব ১২৩ রানের পার্টনারশিপ শুরুর বিপর্যয়কে কাটিয়ে রানকে ১৭৭-এ পৌঁছে দেয়।
এর আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৪৬ রানের যে ইনিংসটি তিনি পড়শু খেলেছেন তা দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছে। আজ সেই একইভাবে সাকিব ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ৩৮ বল খেলে ৬০ রান করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। যার মধ্যে পাঁচটি বাউন্ডারি ও তিন টি দর্শনীয় ওভার বাউন্ডারির মার ছিল। উথাপ্পা অনবদ্য ৮৩ রানের একটি ইনিংস খেলেন। মাত্র ৫১ বল খেলে ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার ছিল। এই ইনিংসের কথা ইডেনের দর্শকরা দীর্ঘদিন মনে রাখবে। টি-টোয়েন্টির যে রোমাঞ্চ তা ভালোভাবেই উপহার দিলেন সাকিব-উথাপ্পা জুটি। কারণ বেঙ্গলুরুর কে যে ১৯৬ রানের পাহাড়সম লক্ষ্যের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে তা তো এই জুটির কল্যাণেই।