একদিকে নতুন জুটি অঙ্কুশ-শুভশ্রীকে নিয়ে তোলপাড় টলিউড৷ অন্যদিকে এই জুটিই যে ভারতীয় ছবির বাজারে বাংলাদেশের দরজা খুলে দেবে, তা কে জানত৷ ছবির নাম ‘আমি শুধু চেয়েছি তোমায়’ তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় আর দুই দেশের প্রযোজকের তাগিদেই ছবিটি একসঙ্গে মুক্তি পায় ভারত ও বাংলাদেশে৷
জানা গি্য়েছে, ভারতের সঙ্গে সঙ্গে এই ছবি একধারে মুক্তি পায় বাংলাদেশের প্রায় এক ডজন সিনেমা হলে৷১৬ তারিখ মুক্তি পাওয়া এই ছবি নিয়ে প্রথমে বিরোধিতা করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার নামের এক সংগঠন৷ তবে ছবিটির দুই দেশের প্রযোজকদের তাগিদে আদালতের রায় নিয়েই ছবিটি মুক্তি পায়৷
তবে শুধু ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবি নয়, মুক্তি পায় মৃত্যুঞ্জয় দেওরত পরিচালিত চিল্ড্রেন অফ ওয়ার ছবিটিও ভারত ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পায় এদিন৷ ছবিটি বাংলা নাম যুদ্ধশিশু৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংগ্রাম নিয়েই তৈরি হয়েছে এই ছবি৷ একদিকে অশোক পতি পরিচালিত প্রেমের ছবি আমি শুধু চেয়েছি তোমায় আর যুদ্ধের ছবি যুদ্ধশিশু দুটো বাংলাদেশে ছবি ব্যবসায় তুফান এনেছে৷