চীনের শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচির একটি মার্কেটে বোমা হামলায় ৩১ জন নিহত এবং ৯০ জনের বেশি লোক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালের এ হামলার সময় একটি গাড়ি বিস্ফোরিত হয়।
চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, হামলাকারীরা দুটি গাড়ি নিয়ে মার্কেটের ভেতর আছড়ে পড়ে এবং এলোপাতাড়ি বিস্ফোরক নিক্ষেপ করে।
জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনাকে সহিংস সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে।
এর আগে গত মাসে উরুমচির একটি স্টেশনে বোমা হামলায় ৩ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়। ওই ঘটনার জন্য চীন সরকার দেশটির উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে।