ফখরুলসহ ২৯ নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল

ফখরুলসহ ২৯ নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল

রমনা থানার মামলায়  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৯ জন নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
image_82912_0
গত বছরের ২ মার্চ সরকারবিরোধী আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের সঙ্গ জড়িত থাকার অভিযোগে রমনা থানার এসআই আশফাক রাজীব হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের কাছে এ চার্জশিট উপস্থাপন করা হয়।

এর আগে বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশ পরিদশক ফজলুর রহমান এ চার্জশিট দাখিল করেন।

এ মামলায় মির্জা ফখরুল ইসলাম ছাড়াও মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আমানউল্লাহ আমান, সুলতান সালউদ্দিন টুকু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ২ মার্চ রমনা থানাধীন শান্তিবাগ থেকে মালিবাগ মোড় পর্যন্ত অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানো হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটে।

বাংলাদেশ