ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত পূর্ব নির্ধারিত জাপান সফর থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথ অনুষ্ঠানে থাকতে পারছেন না। তার পরিবর্তে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সংসদ সচিবলায়ের একটি সূত্র বুধবার এ তথ্য নিশ্চিত করে।
২৬ মার্চ মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সার্কভূক্ত দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্পিকারের যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো প্রস্তাব সংসদ সচিবালয়কে জানানো হয়নি বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্পিকারের যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো প্রস্তাব সংসদ সচিবালয়কে জানানো হয়নি বলে জানা গেছে।