সৈয়দপুরে ভারতীয় আমভর্তি ট্রাক আটক

সৈয়দপুরে ভারতীয় আমভর্তি ট্রাক আটক

সৈয়দপুরে ভারতীয় আমভর্তি একটি ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি। বুধবার সকালে শহরের পাঁচমাথা মোড় থেকে ভারতীয় আম আটক করা হয়।জানা গেছে, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মহেশপুর চেকপোস্টে ঢাকা মেট্টো ঠ-১৬-৯৭৬৩ নম্বরের একটি দ্রুতগামী ট্রাককে দাঁড়ানোর সংকেত দেয় ওই সড়কের টহলরত বিজিবি-৪০ সদস্যরা।

image_82759_0

কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্বতীপুরের দিকে ছুটে চলে। পিছু নেয় বিজিবি’র সদস্যরা। ট্রাকটিকে বিজিবি সদস্যরা প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করে সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে  চালকসহ ট্রাকটিকে আটক করে। আটক ট্রাক চালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়ার মৃত আব্দুল লতিফ মন্ডলের পুত্র বকুল (৪১)।

বিজিবি’র হাবিলদার আবু বক্কর খান জানান, বেপরোয়া গতিতে ট্রাকটি প্রায় ৪০ কিলোমিটার অতিক্রম করেছে। এ সময় সাইড নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা হলেও ওই ট্রাকের চালক বিজিবি’র গাড়িটি ধাক্কা দেয়ার চেষ্টা করেছিল।

তিনি বলেন, গাড়িতে হেলপারসহ দু’জন ব্যক্তি ছিলেন। তারা সৈয়দপুরের ওই স্থান ট্রাক থামিয়ে পালিয়ে যায়। পরে সৈয়দপুর থানার এসআই শহিদুল ইসলাম চালকসহ ট্রাকটি থানায় নিয়ে আসেন।

তিনি জানান, ট্রাকে ১১৩ কার্টুন ভারতীয় আম ও ১১ কার্টুন ডালিম রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান নিশ্চিত করেছেন।

বাংলাদেশ