সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতার সহজ জয়

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতার সহজ জয়

কলকাতা: সাকিব আল হাসানের ব্যাটিং ঝড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৪ রান করে চেন্নাই।

82805_1

সাকিবের বলে দুবার জীবন পাওয়া রায়নার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ রান। তার ৫২ বলের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। শেষ দিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৫ বলে ২১ রানের ইনিংসে দেড়শ’ পার হয় অতিথিদের সংগ্রহ।

কলকাতার পক্ষে সুনীল নারিন, প্যাট কামিন্স ও পিযুষ চাওলা একটি করে উইকেট নেন। উইকেট বঞ্চিত সাকিব ৪ ওভার বল করে ৩০ রান দেন।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রবিন উথাপ্পার সঙ্গে ৭ ওভারে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়ার পর বিদায় নেন অধিনায়ক গৌতম গম্ভীর (২১)। দুই দফা ক্যাচ থেকে রক্ষা পেয়েও দলকে ৯৮ রানে পৌঁছে বিদায় নেন উথাপ্পা (৬৭)। তার ৩৯ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা।

চার নম্বরে ব্যাট করতে নেমে দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব। কিন্তু ১৬তম ওভার পর্যন্ত বলের চেয়ে রান কিছুটা বেশি হওয়ায় চিন্তিত দেখাচ্ছিল কলকাতার দলপতি গৌতমকে। কারণ তীরে এসে বেশ কয়েকবার তরী ডুবানোর অভিজ্ঞতা রয়েছে তাদের।

কিন্তু এবার আর শঙ্কাকে সত্য হতে দেনটি ‘ট্রাজিক হিরো’ সাকিব। ১৭তম ওভারে এক ছক্কা আর দুই চারসহ মোট ১৭ রান নিয়ে উত্তেজনায় পানি ঢেলে দেন সাকিব। এদিন ব্যাটে ঝড় তোলা সাকিব ১৮তম ওভারের শেষ বলে চার মেরে কলকতাকে জয় এনে দেন।

সাকিব শেষপর্যন্ত ২১ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ রান করে অপরাজিত থাকেন। জয়ের পথে মনিশ পাণ্ডের (অপরাজিত ১৮) সঙ্গে ৩৮ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়েন এই অলরাউন্ডার।

এ নিয়ে ১২ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। সমান সংখ্যক জয়ে রান-রেটে তাদের চেয়ে এগিয়ে তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস।

খেলাধূলা