পৌর নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল লুট

পৌর নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল লুট

citaganনির্বাচনের ৯ঘণ্টা আগে চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।বুধবার চট্টগ্রামের বোয়ালখালী পৌর সভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

হামলায় আহত হয়েছেন- পুলিশ সদস্য ইব্রাহীম (২১), আনসার সদস্য শিপন দাশ (২৫), স্থানীয় টেম্পু চালক এমদাদুল হক (২২), ও আলমগীর।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত আমার কেন্দ্রে হামলা চালায়। তবে দরজা বন্ধ করে দেয়ায় তারা আমার রুমে প্রবেশ করতে পারেনি। তাই ব্যালেট বাক্স ও ব্যালেট পেপারসহ যাবতীয় সরঞ্জাম রক্ষা পায়। এসময় দুবৃর্ত্তরা এক পুলিশ ও আনসার সদস্যসহ চার জনকে বেদম মারধর করে। আনসার সদস্য শিপন দাশের রাইফেল ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

আহত আনসার সদস্য শিপন দাশ জানান, ভোট কেন্দ্রে পৌঁছে রাতে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে ব্যালেট বাক্স ও ব্যালেট পেপার কোথায় জানতে চায়। এরপর তারা লাঠিসোঠা দিয়ে মারধর শুরু করে। আমাদের প্রায় আধঘণ্টা কেন্দ্রের মাঠে মারধর করে। এরপর দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা আমাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং মারধর করে। এ সময় আমার কাছ থেকে একটি রাইফেল ও গুলি নিয়ে যায়।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার খন্দকার নুরুল হক জানান, যারাই এ হামলা করুক তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। পাশাপাশি ছিনতাইকৃত রাইফেল উদ্ধারে অভিযান চলছে।

তিনি জানান, এলাকার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বাংলাদেশ শীর্ষ খবর