মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে দৈনিক প্রথম আলোর অফিস পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে “প্রথম আলো দিন বদলের কথা বলে ইতিহাস বদল করে”, “বদলে দাও বদলে যাও বলে ইতিহাস বদল কেন”, “ইতিহাস বিকৃতির দায়ে মতিউরকে গ্রেপ্তার কর” শীর্ষ স্লোগান সংবলিত নানা প্লেকার্ড দেখা যায়।
সমাবেশে বলা হয়, দেশে বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকা হিসেবে প্রথম আলোর বাংলাদেশের ইতিহাস বিকৃতি করা মোটেই গ্রহণযোগ্য নয়। শীর্ষ প্রকাশনা হিসেবে প্রথম আলো যদি এরকম মিথ্যা প্রচার চালিয়ে যায় তাহলে ঢাবির শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবে।
ইতিহাস বিকৃতির অভিযোগে প্রথম আলোর সম্পাদককে আগামী দুই দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছে তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদিত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি (ডিইউপিএস), ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, জয়ধ্বনিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।