দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলভুক্ত (সাফটা) দেশগুলো স্পর্শকাতর পণ্যের তালিকা ২০ শতাংশ কমাবে। খবর বাসসের।
ইতিমধ্যে মালদ্বীপ তাদের স্পর্শকাতর পণ্যের তালিকা ৭৮ শতাংশ হ্রাস এবং ভারত ২৫টি ছাড়া বাকি সব পণ্য স্বল্পোন্নত দেশগুলোতে শুল্কমুক্ত প্রবেশ-সুবিধা দিয়েছে।
১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাফটা মিনিস্ট্রিয়াল কাউন্সিলের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে।
এদিকে স্পর্শকাতর তালিকায় পণ্য আরও কমানোর বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আগামী এপ্রিলে কাঠমান্ডুতে এর সভা অনুষ্ঠিত হবে।
সার্ক এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেসের (সাটিস) সেবা খাতের বাণিজ্য উদারীকরণ পরিকল্পনার আওতায় বাংলাদেশ সদস্য দেশগুলোর কাছে প্রাথমিক ‘রিকোয়েস্ট লিস্ট’ পেশ করেছে, যাতে হিসাবরক্ষণ ও নিরীক্ষণ আর্থিক সেবা, কম্পিউটার সেবাসব মোট ১০টি খাত রয়েছে।
স্পর্শকাতর পণ্যের তালিকা আরও হ্রাস করার লক্ষ্যে সদস্য দেশগুলো বিভিন্ন পণ্যের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবে।
সাফটা মন্ত্রিপরিষদের সপ্তম সভা আগামী মেতে কলম্বোয় অনুষ্ঠিত হবে।