পাকিস্তানে জিও টিভির লাইসেন্স বাতিল

পাকিস্তানে জিও টিভির লাইসেন্স বাতিল

Go_tvপাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল জিও টিভির লাইসেন্স বাতিল করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একি সাথে চ্যানেলটির সব অফিসও সিলগালা করে দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির  কর্তৃক গঠিত কমিটি চ্যানেলটির লাইসেন্স বাতিল করে দিয়েছে। খবর দ্য ডন।

খবরে বলা হয়, লাইসেন্স বাতিলের চূড়ান্ত ঘোষণা ২৮ মের বৈঠকে দেয়া হবে। এ বৈঠকে সরকারে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দাদের বিরুদ্ধে চ্যানেলটির তৎপরতার অভিযোগ আনলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সৈয়দ ইসমাঈল শাহ, পারভেজ রাথোর ও ইসরার আব্বাসি। তদন্ত কমিটি জানিয়েছে তারা জিও নিউজ, জিও এন্টারটেইমেন্ট ও জিও তেজ এর লাইসেন্স বাতিল করেছে।

কমিটির সদস্য মিজান রহমান জানান, আমরা কমিটির সব সদস্যরা এক সিদ্ধান্তে পৌঁছেছি যে জিও চ্যানেলের লাইসেন্স বাতিল হবে। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য আমরা আমাদের পরমার্শ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তাদেরকে ২৮ মের আগে পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছি।

আন্তর্জাতিক