চট্টগ্রামে একটি ট্রেন থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল।
সোমবার গভীর রাতে নগরীর পুরাতন রেলস্টেশন থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এসব গাঁজা কাঠালের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত একটার দিকে জিআরপি থানার পুরাতন স্টেশনের ৫নং প্লাটফরমে চট্টলা এক্সপ্রেস এর ৪১৩নং বগিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। একটি সিনথেটিক বস্তার ভেতরে ৩টি বড় কাঠাল ছিল। কাঠালগুলোর অস্বাভাবিক আকৃতি দেখে সন্দেহ হলে সেগুলো তল্লাশি করা হয়। পরে কাঠালগুলোর ভেতরে বিশেষ কায়দায় লুকানো পলিথিনের প্রতিটি পোটলায় দুই কেজি করে মোট ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় জিআরপি থানায় সার্কেল পরিদর্শক জাকির হোসেন সাধারণ ডায়েরি করেছেন।