রোনাল্ডো সব সমস্যার সমাধান করে দেবে না – বলছেন পর্তুগালের কোচ পাওলো বেন্টো৷তার সাক্ষাৎকার।
জার্মানির সঙ্গে একই গ্রুপে আছে পর্তুগাল৷ বিশ্বকাপের প্রথম ম্যাচও এবার আপনাদের খেলতে হবে জার্মানির বিপক্ষেই৷ ২০১৪-র বিশ্বকাপটাকে কি আপনার ২০১২-র ইউরোর মতোই মনে হচ্ছে?
বেন্টো: একই গ্রুপে থাকা এবং জার্মানির বিপক্ষেই আবার প্রথম ম্যাচে খেলা, পরপর দু’বার একই ঘটনা ঘটাটা প্রত্যাশিত নয়৷ কিন্তু আমাদের ক্ষেত্রে এবার সেটাই ঘটেছে৷ যদিও এটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই৷ আপাতত জার্মানি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতেই হবে৷ জার্মানি নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার, ঠিক যেমনটা ছিল ২০১২-র ইউরোয়ও৷ গত দু’বছরে দল হিসেবেও জার্মানরা আরও তৈরি হয়ে উঠেছে৷ আমাদের কাজটাও তাই এবার যথেষ্টই কঠিন৷ তবে এই ব্যাপারটা আবার আপনাকে সাহায্যও করে৷ কারণ আপনি প্রথম থেকেই সতর্ক থাকবেন৷
২০১২-র ইউরোর প্রথম ম্যাচেই হারলেও পর্তুগাল শেষ পর্যম্ত ওই প্রতিযোগিতার পরাজিত সেমিফাইনালিস্ট হিসেবে শেষ করেছিল৷
বেন্টো: হ্যাঁ, সেবার সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুশি৷ তবে টাইব্রেকারে স্পেনের কাছে হারায় প্রচণ্ড হতাশও হয়েছিলাম৷ কারণ বিশ্ব এবং ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা ওই ম্যাচে যথেষ্ট ভালো ফুটবলই খেলেছিলাম৷ তবে ইউরোর চেয়ে বিশ্বকাপ নিশ্চিতভাবেই বড় প্রতিযোগিতা৷ ইউরোতে আমাদের সঙ্গে একই গ্রুপে ছিল ডেনমার্ক আর হল্যান্ড. বিশ্বকাপে রয়েছে আমেরিকা এবং ঘানা৷ দুটি দলেই যথেষ্ট ভারসাম্য রয়েছে, যথেষ্ট উজ্জীবিতও৷ ফলে আমাদের কাজটা এবারও বেশ কঠিন৷ আমরা তাই একেকটা ম্যাচ ধরে ধরেই এগোব৷ তারপর দেখা যাক কী হয়?
পর্তুগাল মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং অন্য ১০ জন, মানেন?
বেন্টো: না কখনওই নয়৷ বিশ্বের সেরা ফুটবলার রোনাল্ডো আছে আমাদের দলে, নিঃসন্দেহে বিরাট ব্যাপার৷ কিন্তু ওর উপস্হিতি দলের যে কোনও সমস্যার সমাধান করে দেবে মনে করি না৷ ওকে তেমন কিছু করতে বলাও হয়নি৷ ফুটবল দলগত খেলা৷ আমাদের এমন একটা পরিবেশ দলে তৈরি করতে হবে যেখানে বিশ্বের সেরা ফুটবলার রোনাল্ডো নিজের সেরা ছন্দে খেলতে পারে৷ তা হলেই আমরা উপকৃত হব৷ স্পষ্টই বলা যাক সমষ্টিগতভাবেই আমাদের যাবতীয় সমস্যা মেটাতে হবে৷ মাঠে ঠান্ডা মাথায় নিজেদের ঠিকমতো মেলে ধরতে হবে৷ রোনাল্ডোও সেটা ভালো করেই জানে৷
আপনার কোচিংয়েই পর্তুগালের জার্সি গায়ে কিন্তু বেশি গোল করেছেন রোনাল্ডো…৷
বেন্টো: গত চার বছর ধরেই দেশ এবং ক্লাবের হয়ে দুর্দাম্তভাবেই গোল করে চলেছে রোনাল্ডো৷ আমরাও এতে বিস্মিত নই৷ রিয়েল মাদ্রিদের জার্সি গায়ে দ্রুততম ২৫০ গোল করেছে রোনাল্ডো৷ তবে ওর হ্যামস্ট্রিংয়ের চোটটা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন৷ কারণ ব্রাজিল বিশ্বকাপে রোনাল্ডোকে আমরা সেরা পুরো সুস্হ অবস্হাতেই পেতে চাই৷
পেপেরও তো চোট সমস্যা রয়েছে…৷
বেন্টো: হ্যাঁ, পেপেরও পায়ের পেশিতে চোট আছে৷ আমরা সেটা নিয়েও উদ্বিগ্ন৷ মাঠে দুর্দাম্ত নেতা পেপে৷ ডিফেন্ডার হিসেবেও অসাধারণ৷ রোনাল্ডো আর পেপের চোট নিয়ে রিয়েল মাদ্রিদের সংশ্লিষ্ট লোকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা৷ রোনাল্ডোর মতোই এই মরশুমে দুরন্ত ছন্দে আছে পেপেও৷ বিশ্বকাপেও ওদের কাছ থেকে ভালো কিছুই আশা করছে পর্তুগাল৷
ব্রাজিলের সম্ভাবনা এবার কতটা?
বেন্টো: ওরা এবারের বিশ্বকাপের সংগঠক৷ বরাবরের মতোই ব্রাজিল দলে এবারও উত্তেজক ফুটবলারের ছড়াছড়ি৷ তবে মিডিয়া ওদের ১৯৫০-এ ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে সেই আগেরবারের হারের কথা সবসময়ই মনে করিয়ে যাবে৷ যেটা ব্রাজিলীয়দের এবার যথেষ্ট চাপেই রাখবে৷ তবে ঘরের মাঠে গত বছর কনফেডারেশন কাপে ওরা দুর্দাম্ত খেলেই চ্যাম্পিয়ন হয়েছে৷ দেখিয়েছে ওরা কী করতে পারে৷ বিগ ফিলের (স্কোলারি) মধ্যে ব্রাজিল একজন অভিজ্ঞ কোচকে খুঁজে পেয়েছে৷ পরিস্হিতিকে কীভাবে সামলাতে হয় উনি খুব ভালো জানেন৷ বিশ্বকাপে ব্রাজিল তাই আরও শক্তিশালী এবং সুখী হয়ে উঠবে৷ হ্যাঁ, নিশ্চিতভাবেই ব্রাজিলীয়রা এবারের বিশ্বকাপেও অন্যতম ফেবারিট৷
পর্তুগাল হয়তো এবারের বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে৷ মানে আবার একটা রোনাল্ডো বনাম মেসি যুদ্ধ৷
বেন্টো: আগেই বলেছি আমি একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই৷ আগে গ্রুপের তিনটি ম্যাচ খেলে নক-আউট পর্বে উঠি৷ এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়৷ – ওয়েবসাইট।