ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার রাত সোয়া ১১টার দিকে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জের সামনে থেকে কাউসার (৩৮) নামের এক ব্যক্তির কাছে ১০টি সোনার বার পাওয়া যায়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার আসমা আরা জাহান জানান, টাইগার এয়ারওয়েজের একটি বিমানে করে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন কাউসার। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক গোয়েন্দারা তাকে ট্রানজিট লাউঞ্জ থেকে আটক করে। তার ব্যাগ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজন এক কেজি।
কাউসারের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে এপিবিএন কর্মকর্তা জানান।