সমাগত ২০১৪ সালের বিশ্বকাপ। এবারের আয়োজক ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফেবারিটের তকমা নিয়ে। এদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন অন্যতম। দলটির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ইতিহাসের প্রথম দল হিসেবে এ টানা চারটি ( দুই ইউরো ও দুই বিশ্বকাপ) মেগা আসরের শিরোপা জয়ের হাতছানি। দলটি কি সফল হবে ব্রাজিলে; এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ? অনেকে স্পেনের সুসময় শেষ বলেও দাবি করছেন। তবে বিষয়টি মোটেও ভাবাচ্ছে না দারুণ ফর্মে থাকা স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভাকে। তার মতে, মোটেও ফুরিয়ে যায়নি স্পেন। সিলভা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ব্রাজিলকেও হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য তার দলের রয়েছে।
বিগত তিন বছরে ম্যানচেস্টার সিটিকে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিলভা। ছোটখাটো গড়নের এই মিডফিল্ডার প্রতিপক্ষের রক্ষণভাগের ফুটবলারদের জন্য মূর্তিমান আতঙ্ক। ক্যারিয়ারের সেরা সময়ে থেকেই তিনি যাচ্ছেন ব্রাজিল বিশ্বকাপ খেলতে। সম্প্রতি র্যাবোনা ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সিলভা বলেন, ‘আমি বিশ্বাস করি না স্পেনের পারফরম্যান্সের অবনতি হয়েছে। তবে দীর্ঘ দিন শীর্ষে থাকাও চ্যালেঞ্জের বিষয়। বিশেষ করে, টানা তিনটি মেগা আসরের শিরোপা জয়ের পর। অতীতে কেউই এটা করতে পারেনি।’
গত বছর ফিফা কনফেডারেশন কাপের ফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে কাছে স্পেন বিধ্বস্ত হয় ৩-০ গোলে। মূলত এই ম্যাচের পরই স্পেনকে নিয়ে আলোচনা কমে গেছে অনেকটাই। যদিও এ সব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন না সিলভা। তিনি মনে করেন, আসছে বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে শিরোপা ধরে রাখার সামর্থ্য স্পেনের রয়েছে। সিলভা বলেন, ‘দারুণ একটি দল ব্রাজিল। তারা কনফেডারেশন কাপে আমাদের হারিয়ে দেয়। তবে এটি এখন অতীত। বর্তমান নিয়েই ভাবছি। আর বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা টুর্নামেন্ট। কঠিন বাছাই পর্ব পেরিয়ে আমরা চূড়ান্ত পর্বে উঠেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে তাদের মাঠেই হারিয়েছি। এখন প্রয়োজন হলে ব্রাজিলকেও হারাতে পারব।’ সূত্র: ফুটবলস্কাউট ডট কম