মন্ত্রিসভার বৈঠক ফেলে বিদেশে পাড়ি জমিয়েছেন মায়া

মন্ত্রিসভার বৈঠক ফেলে বিদেশে পাড়ি জমিয়েছেন মায়া

maya7মন্ত্রিসভার বৈঠক ফেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আবার বিদেশে গেছেন। তিনি থাইল্যান্ড গেছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ নিয়ে পর পর ৩ বার মন্ত্রিসভা বৈঠকে মায়া অনুপস্থিত। আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার সঙ্গে মায়ার পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর থেকে তিনি মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত থাকছেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে বর্তমান সরকারের ১৬তম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ের সময় মায়ার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা বলেন, বিদেশ যাওয়ার জন্য মায়া সাহেব বৈঠকে আসতে পারবেন না বলে জানিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান জানান, মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার উপর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সোমবার দুপুর ১২টায় থাইল্যান্ড গেছেন। তিনি ২২ মে দেশে ফিরবেন।

রাজনীতি