পদ্মা সেতুর কাজ পেল চীন

পদ্মা সেতুর কাজ পেল চীন

padma7চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা সেতু নির্মাণের কাজ পেয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে ক্রয় কমিটি পদ্মা সেতু নির্মাণের জন্য চায়না ব্রিজকে কার্যাদেশ দেবে।

পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- ডেইলিম-এল এন্ড টি জেভি, স্যামসাং সি এন্ড টি করপোরেশন ও চায়না মেজর ব্রিজ।

গত ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি মূল পদ্মা সেতু নির্মাণের কারিগরি প্রস্তাব জমা দেয়। তিনটি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাবই যোগ্য বিবেচিত হয়। এরপর প্রতিষ্ঠান তিনটির কাছ থেকে আর্থিক প্রস্তাব আহ্বান করা হয়। প্রতিষ্ঠানগুলোর অনুরোধে কয়েক দফা সময় বাড়ানো হয় আর্থিক প্রস্তাব জমা দেয়ার।

সর্বশেষ বর্ধিত সময়ের মধ্যে (২৪ এপ্রিল) একমাত্র কোম্পানি হিসেবে চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব জমা দেয়।

বাংলাদেশ শীর্ষ খবর