ওহাইও: যুক্তরাষ্ট্রে দুটি যমজ বোন হাতে হাত ধরে জন্মগ্রহণ করেছেন। তাদের মা একে ‘বিস্ময়কর’ মন্তব্য করে বলেছেন, তারা দুজন সর্বোত্তম বন্ধু।
জিলিয়ান ও জেনা নামের শিশু দুটির অ্যামনিয়টি কোষ ও গর্ভের ফুল বা অমরা অভিন্ন। তবে তারা এখন সুস্থ আছে এবং স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিচ্ছে বলে তাদের মা সারাহ থিসটেলওয়েট জানিয়েছেন।
শুক্রবার যখন তারা জন্মগ্রহণ করে তখন তারা একে অন্যের হাত জড়িয়ে ছিল। ডাক্তারা এ অবস্থায় তাদের বাবা মাকে শিশু দুটিকে দেখান এ ধরণের শিশুদের বলা হয় মনোঅ্যামনিয়োটিক, প্রতি ১০ হাজার গর্ভ ধারণের ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটে।
আলট্রাসাউন্ডে তাদের এ অবস্থা ধরা পড়ায় চিকিৎসকরা শিশু দুটির মায়ের দিকে নজর রাখছিলেন। কারণ, এ ধরণের ক্ষেত্রে দুটি শিশুর নাভির রশি জড়াড়ড়ি করে থাকতে পারে।
সারাহ থিসটেলওয়েট বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে তারা হাত ধরে জন্ম নিয়েছে। মা দিবসে সেরা উপহার ছিল এটি।