মুন্সীগঞ্জ: জেলার গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় গতকাল রবিবার রাতে ভেসে উঠেছে আরও এক লাশ। তবে তার পরিচয় পাওয়ায় যায়নি।এ নিয়ে মর্মান্তিক এই লঞ্চডুবির ঘটনায় লঞ্চের মালিকসহ এখন পর্যন্ত ৫৬ জনের লাশ উদ্ধার হয়েছে। সরকারি হিসাবে নিখোঁজ রয়েছেন সাতজন।
এখনও মেঘনায় লাশের খোঁজ করছে পুলিশ ও কোস্টগার্ড। নিখোঁজ যাত্রীদের খোঁজে মেঘনায় ট্রলার নিয়ে অনেক স্বজনকেও তল্লাশি চালাতে দেখা গেছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, গতকাল রাতে উদ্ধার করা লাশটি গজারিয়া পুলিশের তদন্ত কার্যালয়ে রাখা হয়েছে। নিখোঁজ যাত্রীদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
তারা এসে লাশ সনাক্ত করার পর হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এমভি মিরাজ-৪ লঞ্চ ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে গজারিয়া উপজেলার দৌলতপুরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।