ঢাকা: একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশী বন্ধুদের পুনরায় নতুন করে সম্মাননা ক্রেস্ট দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের একজন সদস্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট আটজনকে রিটে বিবাদী করা হয়েছে।
সম্মাননা পদক জালিয়াতিতে জড়িতদের কাছ থেকে টাকা তুলে পুনরায় বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদানের নির্দেশনা চাওয়া হয় রিটে।
এক সঙ্গে সম্মাননা পদকে স্বর্ণ জালিয়াতির ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের নির্দেশনাও চাওয়া হয়েছে।
এর আগে গত ১৫ মে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ স্বাধীনতা সম্মাননা পদক প্রদান জালিয়াতির ঘটনায় তদন্ত করে দোষীদের কাছ থেকে টাকা আদায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনকে আইনি নোঠিশ পাঠান। ওই নোটিশের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় আজ এই রিট দায়ের করা হয়।