হায়দরাবাদের বিপক্ষে জয়ী কলকাতা

হায়দরাবাদের বিপক্ষে জয়ী কলকাতা

ipl_sakib0রবিবার ৭ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

১১ খেলায় এটি কলকাতার ষষ্ঠ জয়। সমান খেলায় হায়দরাবাদের সপ্তম হার।

উপলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪২ রান করে স্বাগতিক দল।

প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই দুই অঙ্কে পৌঁছানোয় লড়াইয়ের পুঁজি গড়ে হায়দরাবাদ। তবে সেট হলেও কোনো ব্যাটসম্যান নিজের ইনিংস বড় করতে পারেননি।

সর্বোচ্চ ৩৪ রান আসে বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। তার ১৮ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। ইরফান পাঠান অপরাজিত থাকেন ২৩ রানে।

এছাড়া নামান ওঝা ২২, শিখর ধাওয়ান ১৯ ও লুকেশ রাহুল ১৪ রান করেন।

কলকাতার পক্ষে উমেশ যাদব ২৬ রানে নেন ৩ উইকেট। সাকিব ৩ ওভার বল করে ২২ রানে নেন ২ উইকেট। ওঝা ও অধিনায়ক ড্যারেন স্যামিকে ফেরান এই বাঁহাতি স্পিনার।

জবাবে ২ বল অব্যবহৃত রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

রবিন উথাপ্পা ৩৩ বলে ৪০ রানের ভালো একটি ইনিংস খেললেও দশম ওভারে কলকাতার স্কোর দাঁড়ায় ৫৯/২।

সেখান থেকে মনিশ পাণ্ডের (৩৫) সঙ্গে ৪৫ ও রায়ান টেন ডেসকাটের (১৫ বলে অপরাজিত ২৫) অবিচ্ছিন্ন ৪২ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে জয় এনে দেয়ার কৃতিত্ব ইউসুফ পাঠানের।

৩৯ রানে অপরাজিত থাকা পাঠানের ২৮ বলের ইনিংসে ছিল দুটি করে ছক্কা ও চার।

হায়দরাবাদের পক্ষে ডেল স্টেইন ও কর্ণ শর্মা একটি করে উইকেট নেন।

খেলাধূলা