না.গঞ্জের খুনের ঘটনা আইনি বাধায় তদন্ত করা সম্ভব হয়নি: ড. মিজান

না.গঞ্জের খুনের ঘটনা আইনি বাধায় তদন্ত করা সম্ভব হয়নি: ড. মিজান

mizan4জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, যে আইনে মানবাধিকার কমিশনের গঠন, সে আইনেই কমিশনকে সুপারিশমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু কোনো নির্বাহী ক্ষমতা দেয়া হয়নি। নারায়ণগঞ্জের জঘন্যতম ঘটনা ঘটার পরও কমিশনের পক্ষে আইনি বাধায় তদন্ত করা সম্ভব হয়নি।

রবিবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কমিশন আয়োজিত জাতীয় নারী উন্নয়ন নীতি শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

মিলনায়তনের ভেতরে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। ওই সেমিনারের একপর্যায়ে গণমাধ্যম কর্মীদের আহ্বানে মিজানুর রহমান মিলনায়তনের বাইরে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ড. মিজান বলেন, আইনের শাসনের প্রতি শুধু বিবৃতি বা মন্তব্য নয় আইনের শাসনের প্রতি সবার যে অঙ্গীকার তার একটি দৃশ্যমানতা থাকতে হবে। নারায়ণগঞ্জের ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা একটি পত্র দিয়েছি। নারায়ণগঞ্জে যে জঘন্যতম অপরাধ হয়েছে তা দ্রুত তদন্ত করে প্রতিবেদন যেন মানবাধিকার কমিশনে পাঠানো হয়- সে ব্যাপারে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের নিরীখে পর্যালোচনা করে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানান তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী এনাম। বক্তব্য দেন ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, সংসদ সদস্য শিরিন আকতার, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম ও অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ।

বাংলাদেশ শীর্ষ খবর