বর্তমান গণতান্ত্রিক হাসিনা সরকার এ যাবতকালের একটি ভাল সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড টিপু সুলতান টি রিসোর্টে মিট দ্যা প্রেসে এ মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, “দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভাল কাজ করছে। তবে দেশের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক।”
এ সরকার তার সফলতা তুলে ধরে সরকারের ভাবমূর্তি রক্ষায় আইন শৃঙ্খলার উন্নয়নে কঠোর হস্তে ব্যবস্থা নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত আরো বলেন, “আগে সংসদে বিরোধীদলের তেমন কোনো ভূমিকা ছিল না। বর্তমানে বিএনপি সংসদে নেই। তাদের মধ্যে এখন চরম হতাশা চলছে। আগে সংসদে বিরোধীদলের তেমন কোনো ভূমিকা ছিল না। সংসদে সদস্য সংখ্যা কম হলেও বিরোধী দল হিসাবে আমরা এখনও আছি।”
বিগত সময়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া মাত্র ১০দিন সংসদে ছিলেন বলেও এ সময় জানান তিনি।
এরশাদ বলেন, “সারাদেশে হত্যা, গুম, অপহরণ নিয়ে আমরাই প্রথমে প্রতিবাদ জানিয়েছি ও কথা বলেছি। তিস্তাসহ বিভিন্ন নদীর সমস্যা নিয়ে আমরা কথা বলেছি।”
জাপা চেয়ারম্যান এরশাদ দুই দিনের ব্যক্তিগত সফর শেষ করে ঢাকা রওয়ানা হওয়ার প্রাক্কালে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “দু’একজন অন্যায় করলে পুরো বাহিনীকে দোষ দেয়া যায় না। নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে অবসরপ্রাপ্ত তিন র্যাব কর্মকর্তাকে নিয়ে পুরো র্যাব বাহিনীকে দোষা দেওয়া ঠিক নয়।”