৩ জুন বাজেট অধিবেশন শুরু

৩ জুন বাজেট অধিবেশন শুরু

parlament2১০ম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৩ জুন বিকাল ৫টায় এ অধিবেশন বসবে। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ৫ জুন ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

চলতি সংসদের প্রথম অধিবেশন গত ১০ এপ্রিল শেষ হয়। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে। সেই অনুযায়ী সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

এদিকে বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু হয়েছে সংসদ সচিবালয়ে। এ অধিবেশনটি প্রতিবছরই দীর্ঘ হয়ে থাকে।

বাংলাদেশ শীর্ষ খবর