ব্রাজিলে নিজেদের সমর্থকদের জন্য পুলিশ পাঠাচ্ছে জার্মানি

ব্রাজিলে নিজেদের সমর্থকদের জন্য পুলিশ পাঠাচ্ছে জার্মানি

brazil 2014সাও পাওলোর বিক্ষোভ ব্রাজিলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ায় এমন আতঙ্ক তৈরি হয়েছে যে, জার্মানি নিজেদের পুলিশ পাঠাচ্ছে সমর্থকদের বাঁচাতে৷ একেই নানা বিতর্ক, তার মধ্যে নতুন বিতর্ক তৈরি করেছেন স্পেনের চিকিত্সকরা৷ তারা দাবি করেছেন, ব্রাজিল হচ্ছে ডেঙ্গির আঁস্তাকুড়৷ একটি পরিসংখ্যানে বলা হয়েছে, গত দশ বছরে ব্রাজিলে ৭০ লক্ষ লোক ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন৷

বিশ্বে ডেঙ্গি প্রবণ দেশ হিসেবে ব্রাজিল এক নম্বরে৷ কাতালান ইনস্টিউট অন ক্লাইমেটের প্রধান রিচেল লো পরিষ্কার জানিয়েছেন, ‘বহু সময় ডেঙ্গি ওখানে মহামারীর আকারে দেখা দেয়৷’

বিদেশি পর্যটকদের এমনিতেই ব্রাজিল যাওয়ার আগে চিন্তার শেষ নেই৷ ব্রাজিলে নিরাপত্তা নিয়ে বহু দেশ আশঙ্কা প্রকাশ করছে৷ তবে পুলিশ পাঠালেও জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রী টমাস দি মাইজিয়ার বলেছেন, ‘ব্রাজিলে যাওয়ার কোনও ঝুঁকি নেই৷ দাঙ্গা-হাঙ্গামা না করে শুধু ফুটবলের জন্য ব্রাজিলে গেলে, সমর্থকরা সেখানে উষ্ণ সংবর্ধনাই পাবেন৷’

ব্রাজিলে বিক্ষোভ, বিদ্রোহের কোনো বিরাম নেই৷ বিশ্বকাপ যত আসছে, তত বিভিন্ন শহরে তা ছড়িয়ে পড়ছে৷ বিক্ষোভকারীরা বলে চলেছেন, ‘বিশ্বকাপের সময় বিক্ষোভ আরও চরমে পৌঁছবে৷’ এর পাশাপাশি ব্রাজিলের মশা নিয়ে চিন্তায় সকলেই৷ এমন কোনও শহর নেই, যেখানে মশার উপদ্রুব নেই৷ প্রথমে গা-হাত, পা ব্যথা, তারপর জ্বর৷ কোনো সময় গায়ে হাত পা’তে ব্যথার জন্য হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়৷ অনেক সময় মেরুদন্ডে প্রচন্ড ব্যথাও হয়৷ অথচ ডেঙ্গুর কোনো প্রতিষেধক নেই ব্রাজিলে৷

খেলাধূলা