ঢাবি ছাত্রলীগের আজীবন সদস্য শেখ হাসিনা

ঢাবি ছাত্রলীগের আজীবন সদস্য শেখ হাসিনা

hasina124প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আজীবন সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সংগঠনের এক সমাবেশে এ ঘোষণা করা হয়।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ গণমাধ্যমকে বলেন, সভাপতির অনুমতি নিয়ে এ ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন, তার বর্তমান কর্মকান্ডে সংগঠন গর্বিত। তাই তাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজীবন সম্মানিত সদস্য করা হয়েছে।

সমাবেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে মধুর ক্যান্টিন থেকে একটি আনন্দমিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এ সমাবেশ করে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি শীর্ষ খবর