‘আশা নিরাশার ভেলা’ নামে এ সিনেমাতে প্রথমবারের মতো জেলে চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় এ অভিনেতা। পদ্মা পাড়ের জেলেদের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত একটি টেলিছবিতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
গত ৫, ৬ ও ৭ মে মুন্সিগঞ্জের শ্রী নগরে পদ্মার পাড়ে জেলে পাড়ার বিভিন্ন লোকেশনে এ টেলিছবিটির শুটিং করা হয়। এটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন ও আবদুল্লাহ আকন্দ মানিক।
এতে চঞ্চলের স্ত্রীর ভুমিকায় কাজ করেছেন প্রসূণ আজাদ। এছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, এহসানুল হক মিনু, সফিক খান দিলু, বাদল, অবিদ রেহান, লিজা, সুমন আহমেদ বাবু, পায়েল, মুমেন, মমর রুবেল, মঞ্জুরুল সুমন প্রমুখ।
এ প্রসঙ্গে চঞ্চল বলেন, গল্পটি অসাধারণ। কাজ করতে গিয়ে নতুনত্ব পেয়েছি। পরিচালক অনেক যত্ন নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করেছেন।