মোদিকে অভিনন্দন জানাতে মানুষের ঢল

মোদিকে অভিনন্দন জানাতে মানুষের ঢল

image_82129_0ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার নয়া দিল্লিতে পৌঁছলে সেখানে হাজার হাজার সমর্থক পতাকা নেড়ে তাকে অভিনন্দন জানান।

হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির বিপুল বিজয়ের পর ৬৩ বছর বয়সী মোদি স্থানীয় সময় বেলা ১১ টার দিকে তার নিজ রাজ্য গুজরাট থেকে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন।

এ সময় দিল্লির লোকসভার সাতটি আসনের বিজয়ী বিজেপির নেতারা উপস্থিত ছিলেন।

মোদিকে বহন করার জন্য বিমানবন্দরের বাইরে একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল। তিনি সেই গাড়ির সামনের জানালা খুলে বাইরের জনতাকে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান।

ভারতে ৩০ বছরের মধ্যে এটাই কোন দলের এককভাবে সবচেয়ে বড় জয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর