ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে বাধা নেই কিং খানের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে বাধা নেই কিং খানের

image_82125_0অবশেষে শাহরুখের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে আর কোনো বাধা রইলো না কিং খান খ্যাত শাহরুখ খানের। ৫ বছরের নিষিদ্ধ হলেও ২ বছরের মাথায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।

২০১২ সালে কলকাতার খেলা চলাকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে কিং খানকে বাঁধা দেয় কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা।এসময় নিরাপত্তাকর্মীর সঙ্গে অশোভন আচরণ করেন তিনি।

এরপর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) শাহরুখকে ৫ বছর নিষিদ্ধ করে। তবে নিজেদের স্বার্থেই এখন তারা সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে।

আইপিএলের ফাইনাল আয়োজনের প্রচেষ্টা চালাচ্ছে এমসিএ। এ জন্য আয়োজকদের সকল শর্ত মানতে হচ্ছে তাদের।

শর্তগুলোর মধ্যে একটি শর্ত, দলগুলোর মালিককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে হবে। সেই শর্ত মানতেই শাহরুখকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিচ্ছে এমসিএ।

খেলাধূলা শীর্ষ খবর