বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

benapol0যশোর:  জেলার বেনাপোলের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

শনিবার ভোরে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ৮টি বোমা, ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, এলাকায় নাশকতার জন্য দুর্বৃত্তরা এসব বোমা জড়ো করেছিল। ভোরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা এসব ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে এসব বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করে বিজিবি।
 
২৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা বোমা, অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
জেলা সংবাদ