মেসির পারিশ্রমিক ২০ মিলিয়ন ইউরো

মেসির পারিশ্রমিক ২০ মিলিয়ন ইউরো

messi7ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে ২১টি শিরোপা ঘরে তুলেছেন। ক্লাবটির হয়ে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার। অথচ গ্রহের সেরা ফুটবলার হয়েও পারিশ্রমিকের দিক থেকে এতদিন রোনালদোর পেছনে ছিলেন তিনি। ‘তিনি’ হলে আর্জেন্টাইন খেলোয়াড় লিওনেল মেসি। আর্জেন্টাইনের এ হতাশাটা এবার বোধহয় ঘুচতে যাচ্ছে।

শুক্রবার বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, খুব দ্রুতই মেসির সঙ্গে নতুন চুক্তি করবে তারা। এ চুক্তির পর মেসিই হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

মেসির সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই নতুন চুক্তিপত্রের শর্তাবলি নিয়ে দেন-দরবার করছিল বার্সা।

ক্লাবটি তাদের বিবৃতিতে জানায়, “লিওনেল মেসির সঙ্গে চুক্তির শর্তাবলি নিয়ে ঐকমত্যে পৌঁছেছে বার্সেলোনা। সম্পূর্ণ নতুন এ চুক্তিপত্রে আগামী কয়েক দিনের মধ্যেই দু’পক্ষ স্বাক্ষর করবে।”

চুক্তিপত্রের শর্তাবলি সম্পর্কে বিশদ জানা না গেলেও স্প্যানিশ দৈনিক স্পোর্তে জানিয়েছে, সম্পূর্ণ নতুন এ চুক্তির পর থেকে মৌসুমপ্রতি ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন মেসি। এর সঙ্গে নানা বোনাস এবং এনডোর্সমেন্ট বাবদ আয় তো রয়েছেই।

ইংলিশ দৈনিক গার্ডিয়ানের মতে, মেসিকে সম্ভবত ২০১৯ সাল পর্যন্ত ধরে রাখতে চায় বার্সেলোনা। গত বছরের ফেব্রুয়ারিতে মেসির সঙ্গে সর্বশেষ চুক্তি করেছিল বার্সা। তখন তার মৌসুমপ্রতি বেতন ছিল ১২.৫ মিলিয়ন ইউরো। কিন্তু রোনালদো তার থেকে বেশি পারিশ্রমিক পাওয়ায় এ নিয়ে মাঝে-মধ্যেই স্প্যানিশ দৈনিকগুলো চাউড় করে প্রচার করত- বার্সায় সন্তুষ্ট নন মেসি।

এবার তার সন্তুষ্টি আশা করে বার্সা কোচ মার্টিনো বলেন, “ব্যাপারটা দু’পক্ষকেই মানসিক শান্তি দেবে।”

খেলাধূলা