শাহিদ আমার প্রেমিক নয়: সোনাক্ষি

শাহিদ আমার প্রেমিক নয়: সোনাক্ষি

sonakkhiসেই পুরনো পন্থাতেই গুঞ্জনের মুখে কুলুপ আঁটলেন সোনাক্ষি সিনহা৷ শাহিদের সঙ্গে তার প্রেমের সর্ম্পককে উড়িয়ে দিয়ে সোনাক্ষি জানালেন, ‘শাহিদ আমার প্রেমিক নয়৷ আমার ভালো বন্ধু’৷

গপ্পোটা শুরু প্রভু দেবা পরিচালিত ‘আর রাজকুমার’ ছবির শ্যুটিং ফ্লোর থেকেই ৷ আর সেখান থেকেই গুঞ্জন রটল গোটা মুম্বাই জুড়ে৷ শাহিদের প্রেমিকা নাকি সোনাক্ষি৷ তারপর সেই গসিপে পড়ল নতুন রং৷ যখনই রেস্তোরাঁর ডিনার টেবিলে দেখা গেল শাহিদ ও সোনাক্ষিকে৷ তবে সোজাসাপটা সোনাক্ষি জানিয়েছেন, ‘শাহিদ আমার খুব ভালো বন্ধু৷ আর বন্ধুদের সঙ্গে ডিনারে গেলেই সেটা প্রেম নয়৷ আমার খুব মজা লাগছে এই সব রটছে দেখে৷ তবে বলি শাহিদ যে আমার প্রেমিক , সেই ধারণা একেবারেই ভ্রান্ত৷’

বিনোদন