বিজেপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, কংগ্রেসের ভরাডুবি

বিজেপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, কংগ্রেসের ভরাডুবি

modi02ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৫১৫টির ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজেপি ২৯৩, কংগ্রেস ৭৬ এবং অন্যান্যরা পেয়েছে ১৪৬টি আসন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গোটা দেশের ৯৮৯টি গণনা কেন্দ্রে নির্বাচনের ফল গণনা শুরু হয়। গত ৭ এপ্রিল খেকে শুরু হয় ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের ভোটগ্রহণ। ৯ দফার এই ভোটগ্রহণ পর্ব শেষ হয় ১২ মে।

ভারতের ইতিহাসে এবারই রেকর্ড সংখ্যক ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে। ভোটার ছিল ৮০ কোটি ১৪ লাখ। ভোট দেন ৫৫ কোটি ১০ লাখ ভোটার। এবার ভোট নেয়া হয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৩০৬টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এদিকে ভোট গণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ১৩ হাজার ৬২৬ জন নিরাপত্তা কর্মী। প্রতিটি ভোটকেন্দ্রেই থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আন্তর্জাতিক শীর্ষ খবর