মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নুর খানকে অপহরণের চেষ্টা করেছে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক। বৃহস্পতিবার বিকালে রাজধানীর লালমাটিয়ায় সংস্থাটির কার্যালয়ের পাশে তাকে অপহরণের চেষ্টা করা হয়।
অপহরনের চেষ্টার বিষয়ে নুর খান সাংবাদিকদের বলেন, বিকাল ৫টা থেকে ৫টা ১০ এর মধ্যে আমি লালমাটিয়ার অফিস থেকে আমার সহকর্মী সুরভীসহ বাসার দিবে যাবার উদ্দেশ্যে রাস্তায় বের হই। এ সময় আমার অফিস থেকে ২০ থেকে ২৫ গজের মধ্যে একটি মাইক্রোবাস দেখতে পাই এবং তাতে প্রায় ২৮ থেকে ৩২ বছর বয়সের ৬ থেকে ৭ জন লোককে বসা অবস্থায় দেখি।
তিনি বলেন, পরবর্তীতে আমরা একটা রিক্সায় উঠে যখনই রওয়ানা হই ঠিক তখই মাইক্রোবাসটি আমাদের রিক্সার সামনে এসে রিক্সাটি গতিরোধ করে। সে সময় আমি দৌঁড়ে অফিসে চলে আসি।
এ ঘটনায় কাউকে সন্দেহ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি কাউকেই সন্দেহ করছি না। তবে যেহেতু আমাকে সবসময় বিচারবহির্ভূত হত্যাকান্ড, অপহরণ, গুমসহ নানা বিষয়ে কথা বলতে হয় এবং তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ আমার ওপর ক্ষুব্ধ। তাই ধারণা করছি অপহরণের চেষ্টাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ হতে পারে।
এ সময় তিনি বলেন, তাদের চুলের কাটার যে ধরন দেখা গেছে তাতে আমার মনে হয়েছে ওরা কোন বাহিনীর সদস্য হতে পারে।