বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ নারায়ণগঞ্জের ৭খুন প্রসঙ্গে বলেছেন, “১৬ কোটি মানুষের দেশ, এতগুলো মানুষের মধ্যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।”
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে হোটেলে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় ১২টায়।
তিনি বলেন, “দোষিদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন করেছি। তা ছাড়া সরকার দোষিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয়ও বিচারের আশ্বাস দিয়েছেন।”
চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকের বিষয়ে রওশন এরশাদ বলেন, “ দুই দেশরে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের গার্মেন্ট সেক্টরের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছি। আমরা তাদের সহযোগিতা কামনা করেছি। তারা আমাদের সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন।”
রওশন এরশাদের সাথে এসময় উপস্থিত ছিলেন তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।