ছেলের মাকে বিয়ে করলেন ভারতীয় রাজনীতিবিদ তিওয়ারি

ছেলের মাকে বিয়ে করলেন ভারতীয় রাজনীতিবিদ তিওয়ারি

tiwariবর্ষীয়ান ভারতীয় রাজনীতিবিদ নারায়ণ দত্ত (এন ডি) তিওয়ারি (৮৯) দীর্ঘ আইনি লড়াইয়ের পর তার স্বীকৃতি দেয়া ছেলের মাকে বিয়ে করেছেন। লèৌ নগরীতে ছোটখাট অনুষ্ঠানের মাধ্যমে উজালা শর্মাকে (৬৫) বিয়ে করেন।

২০১২ সালে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে ৩৩ বছর বয়স্ক রহিত শেখর ক্ষমতাসীন কংগ্রেস দলের দাপুটে এই রাজনীতিবিদের ছেলে।
তিওয়ারি এর আগে শেখরের মায়ের সাথে তার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছিলেন। কিন্তু গত মার্চে তিনি শেখরকে তার ছেলে হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হন।
 
মিডিয়ার খবরে বলা হয়, সম্প্রতি উজালা শর্মা লèৌতে তিওয়ারির বাড়ির সামনে অবস্থান করে তার সাথে থাকার দাবি জানিয়েছিলেন।
বিয়ের পর তিনি বলেন, ‘আমি এখন খুবই খুশি। তিওয়ারি অনাড়ম্বরভাবে এই অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন।’
রহিত শেখর ২০০৮ সালে আদালতের শরাণাপন্ন হয়েছিলেন। তিনি দাবি করেন তিওয়ারি ও তার মায়ের সাথে সম্পর্কে তার জন্ম হয়। কিন্তু তখন তিওয়ারি বলেছিলেন, তার সুনাম ক্ষুন্ন করার জন্যই এই মামলা করা হয়েছে।
 
তিওয়ারি ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, ভারতের সবচেয়ে জনবহুল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালে তিন রমনীর সাথে তাকে দেখা যাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশের পর তিনি অন্ধ্রপ্রদেশের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। তার অফিস অবশ্য জানিয়েছে, ভিডিওটি বিকৃত করা হয়েছে।
 
তিওয়ারির স্ত্রী ১৯৯৩ সালে মারা যান। তাদের কোনো সন্তান নেই।
 
সূত্র : বিবিসি।
আন্তর্জাতিক