দূষণ রোধে বুড়িগঙ্গাকে ইটিপির আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দূষণ রোধে বুড়িগঙ্গাকে ইটিপির আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

hasinaraj2প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী দূষণ রোধে বুড়িগঙ্গা ও এর আশপাশের এলাকাগুলোকে এনভায়রনমন্টে ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে তিনি এই পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়কে যৌথভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি হাতিরঝিলে পানি দূষণ রোধে একটি ইটিপি স্থাপন করারও নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের স্যুয়ারেজসহ সকল বর্জ্য শুধু বুড়িগঙ্গাকে ধারণ করতে হচ্ছে। ৩৫ টা পয়েন্ট থেকে এখানে ড্রেনেজটা হচ্ছে। নদীর পাড় সংরক্ষণের সঙ্গে সঙ্গে এখানে একটা আলাদা ড্রেনেজ ব্যবস্থা আমরা করে দিতে পারি। এগুলো করতে টাকা খরচ হবে এতে কোনো সন্দেহ নেই। তবে ক্ষতির পরিমাণের কাছে এই খরচটা কিছুই না।

তিনি বলেন, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় মিলিতভাবে যদি এটি করে তাহলে পরিবেশ দূষণের হাত থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে।

বাংলাদেশ শীর্ষ খবর