৭০ হাজার টাকায় বাংলাদেশী সুন্দরী তরুণী ভারতে পাচার

৭০ হাজার টাকায় বাংলাদেশী সুন্দরী তরুণী ভারতে পাচার

pressbrifingচাকরির কথা বলে বাংলাদেশ থেকে সুন্দরী তরুণীদের ভারতে পাচার করছে একটি চক্র। এই যুবতীদের ভারতের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করছে তারা। এক ভারতীয় নাগরিকসহ চক্রটির আটজনকে বুধবার আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

আটকৃতরা হলেন, মো. আব্দুল মজিদ (৩০), মোছাম্মৎ মনিকা (২১), চঞ্চলা রানী (৩৮), মো. আরিফুল ইসলাম (২৬), মো. নবী হোসেন (৪০), মো. আনোয়ার হোসেন (৩০), গোপাল মন্ডল (৫৬) ও ভারতীয় নাগরিক নিখিল দাস (৪৫)।  

পাচারের উদ্দেশে আনা তিন যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- আমেনা বেগম (৩০), শান্তা (১৬) ও রুমা বেগম (২৩)।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম দাবি করেন, আটককৃতরা সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের সদস্য। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার বাসিন্দা নিখিলের সহযোগিতায় তারা বাংলাদেশ থেকে কম বয়সি মেয়েদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচার করে আসছিল।

তিনি বলেন, “আসামিদের মধ্যে নিখিলের পূর্ব পরিচিত চঞ্চলা রানী ও গোপাল গোপাল মন্ডল। তারা নারী পাচারকারী চক্রের মূল বাংলাদেশি এজেন্ট। নিখিলকে মেয়ে সংগ্রহ করে দিতে অন্যদের নিয়োজিত করে এ দুজন।”

মনিরুল বলেন, “মজিদ, হানিফ, আরিফুল, নবী ও আনোয়ার দোকানদারি ও গার্মেন্ট পেশার আড়ালে মূলত কম বয়সি সুন্দরী মেয়েদের ফুসলিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা নিয়ে আসে। পরে বেনাপোল সীমান্ত এলাকায় বসবাসকারী আসামি হায়দার ও নাজিমের মাধ্যমে নিখিলের হাতে তুলে দেয়া হয়। বিনিময়ে তার থেকে ৭০ হাজার টাকা করে নেয়া হয়।”

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার দুপুর যাত্রাবাড়ি এলাকার মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে আটককৃতরা কয়েকজন যুবতীকে নিয়ে অপেক্ষা করছিল। এ সময় পাচারের উদ্দেশে আনা যুবতীরা তাদের কাছে চাকরি বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয়। এছাড়া ভারতে যেতে পাসপোর্ট লাগবেনা বলায় তাদের সন্দেহ হয়। এতে তারা ভারতে যেতে অস্বীকৃতি জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচারকারীদের আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করবে।

ডিবি কর্মকর্তা মনিরুল বলেন, আসামিরা তিন-চার বছর ধরে ২০ থেকে ২৫জন তরুণীকে ভারতে পাচার করেছে। গ্রামাঞ্চলের গরীব ও সুন্দরী কম বয়সি মেয়েরা তাদের প্রধান টার্গেট। আসামিদের থেকে তথ্য নিয়ে পাচার হওয়া তরুণীদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ