ছেলেকে ধর্ষক অভিযুক্ত করে গান্ধীর লেখা চিঠি নিলামে

ছেলেকে ধর্ষক অভিযুক্ত করে গান্ধীর লেখা চিঠি নিলামে

gandi0ভারতের মহাত্মা গান্ধী তার জ্যেষ্ঠ ছেলে হরিলালকে ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত করে যে তিনটি চিঠি লিখেছিলেন, সেগুলো আগামী সপ্তাহে লন্ডনে নিলামে ওঠছে। চিঠি তিনটি ৫০ লাখ থেকে ৬০ লাখ রুপিতে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি ১৯৩৫ সালে এগুলো লিখেছিলেন।

একটি চিঠিতে গান্ধী তার ছেলে হরিলালের আচরণের তিরষ্কার করে বলেছিলেন, ‘তোমার জানা উচিত যে তোমার সমস্যা আমার কাছে এমনকি আমাদের জাতীয় স্বাধীনতার চেয়েও বেশি কঠিন মনে হচ্ছে।’
 
তিনি বলেন, ‘মনু আমার কাছে তোমার সম্পর্কে বেশ কিছু বিপজ্জনক বিষয় বলেছে। সে আমাকে বলেছে, তুমি তাকে আট বছর আগে ধর্ষণ করেছিলে। সে এত আহত হয়েছিল যে তার মেডিক্যাল চিকিৎসা নিতে হয়েছিল।
 
মনু ছিলেন হরিলালের মেয়ে। সবরমতি আশ্রমে তিনি তার সাথে থেকেছিলেন।
চিঠিগুলো লেখা হয়েছিল গুজরাটি ভাষায় এবং সেগুলো বেশ ভালো অবস্থায় রয়েছে। গান্ধী পরিবারের কাছ থেকে বর্তমান বিক্রেতার কাছে এসেছে চিঠিগুলো। এগুলো নিজ পরিবার সদস্যদের সাথে গান্ধীর গোলযোগপূর্ণ সমস্যার কথা প্রকাশ করছে।
হরিলাল তার বাবার মতো ব্যারিস্টার হতে ইংল্যান্ড যেতে চেয়েছিলেন। তবে গান্ধী এর বিরোধিতা করেন। গান্ধী মনে করতেন, পাশ্চাত্য শিক্ষা ব্রিটিশরাজের বিরুদ্ধে সংগ্রামে সহায়ক হবে না।
 
এর ফলে ১৯১১ সালে হরিলাল পরিবারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। হরিলাল তার পুরোজীবন তার বাবার সাথে ঝামেলাপূর্ণ অবস্থায় ছিলেন।
 
সূত্র : পিটিআই।
আন্তর্জাতিক শীর্ষ খবর