প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, বিবেক থাকলে নারায়ণগঞ্জের ঘটনার প্রথমদিনই তিনি পদত্যাগ করতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর প্রতি ঘৃণা জানাই।
বুধবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।
সাদেক হোসেন খোকা বলেন, জনগণ থেকে সরকার জনবিচ্ছিন্ন হয়েছে গেছে। তাদের কর্মসূচিতে লাফাংগা পোলাপান দেখা যায়। দেশে গুম, খুন, ডাকাতি, চাঁদাবাজি যতো আছে করো। তাদের ক্ষমতায় টিকে থাকাই কথা।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, গুম-খুনের সঙ্গে জড়িত হলে জনগণ একদিন তার ব্যবস্থা নেবে। নারায়ণগঞ্জের ঘটনায় যে ব্যবস্থা নেয়ার কথা ছিল সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে তাতে বিলম্ব হয়েছে। যাত্রাবাড়ীর সমাবেশ ওই অঞ্চলের সর্ববৃহৎ সমাবেশ হবে বলে জানান তিনি।