তেভেজের ক্ষমা প্রার্থনা

তেভেজের ক্ষমা প্রার্থনা

অবশেষে শুভবুদ্ধির উদয় হলোপ কার্লোস তেভেজের। ম্যানচেস্টার সিটির সঙ্গে সাম্প্রতিক সময়ে তাঁর দ্বন্দ্ব, সে জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করা তাঁর সাম্প্রতিক আচরণের জন্য তিনি দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থী।
‘আমি ম্যানচেস্টার সিটির কাছে আমার সাম্প্রতিক আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আমার এই ক্ষমা প্রার্থনা সম্পূর্ণ নিঃশর্ত।’ তেভেজের বক্তব্য।
ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাঁর বিরুদ্ধে সম্প্রতি আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ ম্যানচেস্টার সিটি এনেছিল, তার বিরুদ্ধে করা আপিলও প্রত্যাহার করে নিয়েছেন তেভেজ।
গত সেপ্টেম্বরে কোচ মানচিনির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে খেলার মাঠ থেকে বেশ দূরেই রয়েছেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। এই ক্ষমা প্রার্থনা তাঁর মাঠে ফেরার পথ সুগম করল বলেই এ মুহূর্তে ধারণা করা হচ্ছে।
সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেই ম্যাচের সময় ঘটনার শুরু। কোচ মানচিনি তেভেজ সম্পর্কে বলেছিলেন, তেভেজের জন্য ম্যানচেস্টার সিটির সদর দরজা এক প্রকার বন্ধই হয়ে গেছে। তবে তিনি জানিয়েছিলেন, তেভেজের ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সম্ভাবনা এখনো রয়ে গেছে, যদি তিনি কেবল ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তেভেজ তাহলে ম্যানচেস্টার সিটির হয়েই ফিরছেন!

খেলাধূলা