নিজের জীবন নিয়ে শঙ্কিত আলোচিত সাংসদ শামীম ওসমান। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ শঙ্কার কথা জানান।
সভা শেষে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, নজরুলের পরিবারের সূত্র ধরেই বলছি নূর হোসেন টাকা দিয়ে এ হত্যাকা- গুলো ঘটিয়েছে। নূর হোসেন সম্পর্কে সংসদে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছিলাম। তখন মন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি বলেন, নূর হোসেনকে কারা উৎসাহী করেছে, কারা সুযোগ নিয়েছে, খতিয়ে দেখা প্রয়োজন। এ সময় সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুরে থাকা মাদ্রাসার অর্থের জোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শামীম ওসমান বলেন, জঙ্গিরা এ সব মাদ্রাসায় পৃষ্ঠপোষকতা করছে। কারণ, এ স্থানটি অচল করতে পারলে ঢাকা অচল হবে। সেভেন মার্ডারের মামলার অগ্রগতি হবে আশা প্রকাশ করে শামীম ওসমান বলেন, এটা এতই সহজসাধ্য কাজ না যে দ্রুত শেষ হবে। এ ব্যাপারে প্রশাসনকে চাপ দেয়াটাও ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন। এর আগে গত ২৯শে এপ্রিল জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।